আজকাল ওয়েবডেস্ক: নতুন গ্রহাণু আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিল নয়ডার নবম শ্রেণীর এক ছাত্র। সেখানকার শিব নাদর স্কুলের দক্ষ মালিকের এই কীর্তি এখন সকলের মুখে মুখে প্রচারিত। তার এই আবিষ্কারের জন্য নাসা তাকে বিশেষ সম্মান প্রদান করেছে।
এখানেই শেষ নয়, সেই গ্রহাণুর নাম কী হবে তা ঠিক করে দেওয়ার দায়িত্ব তার উপরেই দিয়েছে নাসা। বর্তমানে এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩০জি৪০। তবে তার একটি স্থায়ী নাম দ্রুত দেবে এই কিশোর।
খোদ দক্ষ জানিয়েছে ছেলেবেলা থেকেই মহাকাশের নানা বিষয় পড়াশোনা করত। সেখান থেকে মহাকাশ নিয়ে তার বিরাট আগ্রহ তৈরি হয়। ন্যাশনাল জিওগ্রাফিক দেখে সে মহাকাশ এবং প্রাণ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করে। এরপরই এই নতুন গ্রহাণু তার নজরে আসে।
তাদের স্কুলে একটি পর্যবেক্ষণ অনুষ্ঠান হয়েছিল। সেখানে নিয়ে আসা হয়েছিল একটি শক্তিশালী দূরবীন। সেখান থেকেই প্রথম এই নতুন গ্রহাণুকে দেখতে পায় দক্ষ। এরপর নাসার সে যোগাযোগ করে। সেখান থেকে নাসা তার নতুন গ্রহাণুকে দেখতে চায়। এরপর নতুন গ্রহাণুকে নাসার সামনে নিয়ে আসে দক্ষ। নাসা তার কথার উপর ভিত্তি করে সেই নতুন গ্রহাণুকে দেখে নেয়। এরপরই তাকে সার্টিফিকেট প্রদান করে নাসা। এই নতুন গ্রহাণুর নামও তাকেই দিতে বলেছে নাসা।
নাসার পক্ষ থেকে এই কথা শোনার পর রীতিমতো খুশি দক্ষ। সে জানিয়েছে নাসার কাছ থেকে এটি জানার পর তার মনে হয়েছে যেন সে নাসার সঙ্গেই কাজ করে। নাসার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চায় বলেই জানিয়েছে দক্ষ। শুধু এই গ্রহাণু নয়, মহাকাশে আরও এমন গ্রহাণু আবিষ্কার করতে চায় দক্ষ।
নাসার পক্ষ থেকে বলা হয়েছে যদি ভবিষ্যতে দক্ষ মহাকাশ নয়ে পড়াশোনা করতে চায় তাহলে তারা তাকে সহায়তা করবে। নিজের কাজের প্রতি যে সততা সে দেখিয়েছে তা দেখে খুশি হয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা।
