আজকাল ওয়েবডেস্ক: নেতা-জনপ্রতিনিধি, তাঁদের দিকে নজর থাকে সাধারণ মানুষের। তাঁদের বক্তব্য নিয়ে জোর চর্চা চলে। কিন্তু একসঙ্গে নেতারা চড়ুইভাতি বা পিকনিক করতে গিয়ে, ঝোলে মাংস খুঁজে না পেয়ে, জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। রাজনীতিতে এখন তা নিয়েই জোর চর্চা। কটাক্ষ করে অখিলেশ বলছেন রাজনীতিতে আর যাই হোক, এই মটন ওয়ার আগে কখনও হয়নি।

ঘটনাস্থল উত্তরপ্রদেশ। বিজেপি সাংসদ এক ভোজের আয়োজন করেছিলেন। নেতার ভোজে উপস্থিত হয়েছিলেন আরও বহু নেতা, চেনাজানা লোকজন। বাকি সব ঠিক ছিল, কিন্তু আচমকা বিপত্তি হয় এক নেতার কাজে। ওই নেতার অভিযোগ ছিল, তাঁর মটন গ্রেভিতে নাকি মাংসই নেই। 

বিজেপি সাংসদ বিনোদ কুমার বিন্দের মির্জাপুরের অফিসে ওই ভোজের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সেখানেই অন্য এক নেতা মাংসের ঝোলে মাংস খুঁজে না পেয়ে, মেজাজ হারিয়ে ফেলেন। শুধু তাই নয়, থাপ্পড় মারেন খাবার পরিবেশন করছিলেন, যিনি তাঁকে। আরও অনেকেই ওই অভিযোগ করেন। যদিও বর্ষীয়ান নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ওই ঘটনা নিয়েই উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন জোর চর্চা। সমাজবাদী পার্টি নেতা, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব তীব্র কটাক্ষ করেছেন ঘটনার। বলছেন, এখনও পর্যন্ত আমাদের বিধানসভা কিংবা লোকসভার নানা ঘটনা মনে থাকার মতো। বহু ঘটনা ইতিহাসে জায়গা করে নিয়েছে। কিন্তু এই মটন ওয়ার, রাজনীতির যুদ্ধের মাঝে, মাংস নিয়ে এই লড়াই মনে থাকবে মানুষের। এই ঘটনাকে সামনে এনে গেরুয়া শিবিরকেও তীব্র কোটাক্ষ করেছেন অখিলেশ।