আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর পার্কে নয়া নিয়ম শুরু হল। নিয়মটি শোনা মাত্রই নেটিজেনরা চমকে উঠছেন। পার্কে না কি জগিংয়ে নিষেধাজ্ঞা, খেলাধুলাতেও বারণ। সমাজমাধ্যমে এই নিয়ম নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন এক বাসিন্দা।
পার্কের ব্যানারে লেখা, 'নো জগিং,হাঁটতে হবে ঘড়ির কাঁটা অনুযায়ী।' তার নিচে আবার লেখা, কোনও রকম খেলাধুলাও করা যাবে না পার্কে। ওই পার্কটির নাম ইন্দিরা নগর পার্ক। পার্কের সাইনবোর্ডটির ছবিও পোস্ট করেছেন বেঙ্গালুরুর ওই বাসিন্দা। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, "মজা হচ্ছে নাকি? ইন্দিরা নগর পার্কে জগিং করা যাবে না! আধুনিক পোশাক পরেও পার্কে আসা যাবে না?"
সঙ্গে তিনি বেঙ্গালুরুর আরও কয়েকটা সমস্যা তুলে ধরে লিখেছেন, "এমনিতেই বেঙ্গালুরুতে ফাঁকা জায়গার অভাব। সেই নিয়ে কারও মাথাব্যাথা নেই। কারা এই নিয়ম শুরু করেছেন সরকার নাকি কয়েকটি গোষ্ঠী?" তাঁর এই বক্তব্য সমাজমাধ্যমে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা পোস্টদাতাকে সমর্থন করেছেন। যদিও এই ঘটনা সম্পর্কে সত্যতা যাচাই করে নি 'আজকাল ডট ইন'।
