আজকাল ওয়েবডেস্ক : টানা দশমবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ রিজার্ভ ব্যাঙ্ক শেষবার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট ০. ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬. ৫ শতাংশ করেছিল ৷ তারপর থেকে রেপো রেট একই রয়ে গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন , এবারও সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি, অর্থাৎ রেপো রেট ৬. ৫০ শতাংশ থাকবে। মুদ্রানীতি কমিটির ৬ জনের মধ্যে ৫ সদস্য সুদের হার পরিবর্তনের পক্ষে নন।
বিশেষজ্ঞরা অনেকেই এটা আগে থেকেই অনুমান করেছিলেন যে, এবারেও হয়তো রেপো রেট বাড়ানো হবে না ৷ অবশেষে সেই অনুমানই সঠিক প্রমাণিত হয়েছে। এর মানে হল, যে বর্তমানে সাধারণ মানুষ হোম লোন, অটো লোন-সহ সমস্ত ধরণের ঋণে ইএমআই সংক্রান্ত কোনও বাড়তি ছাড় পাবেন না।
তবে উৎসবের সময় রেপো রেট নিয়ে আরবিআই যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে অনেকে। বিশেষ করে দেশের অর্থনীতি এখন যে পরিস্থিতি রয়েছে সেখানে যদি রেপো রেট বাড়ত তাহলে যারা লোন করেন তাদের ওপর বাড়তি চাপ হত। কিন্তু সেটা না করে সঠিক সিদ্ধান্ত নিল আরবিআই।
