আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্ঘটনা অরুণাচল প্রদেশে। ধসের জেরে পাহাড়ি খাদে উল্টে পড়ল যাত্রীবাহী গাড়ি। প্রাণ হারালেন সাতজন যাত্রী। মৃতদের মধ্যে দু'জন অন্তঃসত্ত্বা মহিলা ও দু'জন শিশু রয়েছে। দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায়। শনিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৩ নম্বর জাতীয় সড়কে আচমকা শুক্রবার ধস নামে। প্রবল বৃষ্টিতে সেপ্পা যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী গাড়িটি। ধসের জেরে পাহাড়ের গভীর খাদে গড়িয়ে পড়ে সেটি। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। 

 

কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা সকলেই সেপ্পার দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১৩ নম্বর জাতীয় সড়কে বর্ষার সময় প্রায়ই ধস নামে‌। 

 

বৃহস্পতিবার থেকে অরুণাচল প্রদেশে অতি প্রবল বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার জিরোতে ধসের জেরে আরও দু'জন শ্রমিক চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। আগামী ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশ জুড়ে অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।