আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার ঠিক ২ মাস পর বড় সাফল্য এল এনআইএ-র হাতে। সেদিক ২৬ জন নীরিহ মানুষের প্রাণ গিয়েছিল। রবিবার এনআইএ-র পক্ষ থেকে বলা হয়েছে তার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা জঙ্গিদের থাকার জায়গা এবং অন্য বিষয়ে সহায়তা করেছিল।
যে দুই ব্যক্তিকে ধরা হয়েছে তাদের নাম পারভেজ আহমেদ জোঠার এবং বসির আহমেদ জোঠার। এনআইএ তাদের বিবৃতিতে বলেছে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর তাদের হাতে সফলতা এসেছে। তারা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
সেখানে তারা আরও বলছেন, ধৃতদের কাছ থেকে আরও তিনজন জঙ্গির নাম জানা গিয়েছে। এরা সকলেই পাকিস্তানের বাসিন্দা এবং লস্কর ই তৈবার সক্রিয় সদস্য। ধৃতরা জঙ্গিদের খাবার, থাকার জায়গা, দরকারি সরঞ্জাম সরবরাহ করেছিল। এদের সাহায্যে জঙ্গিরা গোটা এলাকা অতি সহজে চিনে নিয়ে সেইমতো আক্রমণ করেছিল।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। দুজনেই লস্কর-ই-তৈবার সদস্য। ভারতে হামলার উদ্দেশে অনেকদিন আগেই কাশ্মীরে এসে বাসা বাঁধে তারা। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
পহেলগাঁও হামলার পর দু’মাস পেরিয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এর মধ্যে অপারেশন সিঁদুর চালিয়ে পাক জঙ্গিদের বহু ঘাঁটি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। কিন্তু এখনও মূল হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি। তবে এনআইএর আশা, এই দুই জঙ্গিকে জেরা করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।
