আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় অবৈধভাবে প্রবেশের দুনকি রুট ব্যবহার করার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (NIA) দিল্লির তিলক নগরের বাসিন্দা গগনদীপ সিং ওরফে গোল্ডিকে গ্রেপ্তার করেছে। রোববার, ৩০ মার্চ, এনআইএ এই তথ্য জানিয়েছে।
অভিযোগ অনুসারে, গোল্ডি পাঞ্জাবের তারন তারান জেলার এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে দুনকি রুট ব্যবহার করে স্পেন, এল সালভাদর, গুয়াতেমালা ও মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। তবে, তাকে ১৫ ফেব্রুয়ারি মার্কিন কর্তৃপক্ষ ভারতে ফেরত পাঠায়, যার পর তিনি প্রতারকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এনআইএ জানিয়েছে, গোল্ডির কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছিল না, তবু তিনি মানুষ পাচারের মাধ্যমে লোক পাঠাচ্ছিলেন। তদন্তে আরও প্রকাশ, যাত্রাপথে ‘ডঙ্কার’ এবং গোল্ডির সহযোগীরা ব্যক্তিকে মারধর ও নির্যাতন করেছিল এবং তার সমস্ত টাকাকড়িও কেড়ে নিয়েছিল।
সংসদে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৬৩৬ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।
