আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেও কেন প্রেমিকার সঙ্গে দেখা করেছে। সেই অপরাধে নিজের দিদিকেই খুন করল ভাই। তাঁকে সঙ্গ দিলেন ওই তরুণীর স্বামী। দেহ পুঁতে রাখা হল আখের খেতে। নারকীয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপতে। 

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম সুমন কুমারী। বয়স ২২ বছর। এই ঘৃণ্য কাজে সুমনের ভাইকে সঙ্গ দিয়েছিলেন তাঁর স্বামী এবং দুই আত্মীয়। সুমনের বাঘপতের যুবক নীরজ কুমারের প্রেম ছিল। পরিবারের লোক তা জানতে পেরেই হরিয়ানার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করা হয়। গত ২৩ নভেম্বর ওই হরিয়ানার সোনিপতের বাসিন্দা কৃষ্ণ যাদবের সঙ্গে বিয়ে হয়।  গত ডিসেম্বরে বাগপতে বাপের বাড়িতে এসেছিলেন সুমন। ২৯ ডিসেম্বর নীরজের সঙ্গে পালিয়ে যান ওই যুবতী। 

পুলিশ আরও জানিয়েছে, খবর জানাজানি হতেই সুমনের পরিবারের লোকেরা নীরজকে ফোন করে তাঁকে বাড়িতে পৌঁছে দিতে বলেন। ১ জানুয়ারি নীরজ সুমনকে বাড়িতে দিয়ে আসে। এর পরেই খুনের পরিকল্পনা করা হয়। সুমনের ভাই, স্বামী এবং দুই আত্মীয় মিলে তাঁকে হত্যা করেন। এবং পাশের আখের খেতের মধ্যে তাঁর দেহটি লুকিয়ে রাখেন।

সেই ঘটনা দেখে ফেলেন তাঁদের প্রতিবেশী। তিনিই খবর দেন পুলিশকে। ওই প্রতিবেশী পুলিশকে জানান, সুমনের বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গিয়েছে। এর পরেই বাড়ির লোকেদের জেরা করা শুরু করে পুলিশ। জেরায় তাঁরা সুমনকে খুন করার কথা স্বীকার করেন। বাগপত পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় জানান, এই খুনের ঘটনায় ওই যুবতীর স্বামী, ভাই রোহিত (২৫) এবং রাজীব নামের এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।