আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় সেনার জন্য এবার নতুন বর্ম। নাম রাখা হল অভেদ। আগের বর্ম বা জ্যাকেটগুলি তুলনামূলকভাবে ভারী ছিল। তবে এবার নতুন এই বুলেটপ্রুফ জ্যাকেট অনেক বেশি হাল্কা। এরফলে ভারতীয় সেনাবাহিনী অনেক বেশি ফিট থেকে দেশের সুরক্ষার কাজ করতে পারবে।

 

ডিআরডিও-র পক্ষ থেকে বলা হয়েছে দুধরনের অভেদ জ্যাকেট তৈরি করা হয়েছে। এই জ্যাকেট ভারতীয় সেনার সুরক্ষা অনেকটাই মজবুত করবে। আইআইটি দিল্লি এই অভেদ তৈরি করেছে। হালকা থেকে শুরু করে শক্তিশালী বুলেট রুখে দেবে এই জ্যাকেট। দুটি ওজনের তৈরি করা হয়েছে এই বর্মটি। একটির ওজন ৮ কেজি এবং অন্যটির ওজন ৯.৩ কেজি। এটি ভারতীয় সেনাবাহিনীকে ৩৬০ ডিগ্রি প্রোটেকশন দেবে বলেই খবর।

 

ভারতীয় সেনাবাহিনীর হাতে খুব শীঘ্রই এই জ্যাকেট তুলে দেওয়া হবে। এগুলি তৈরি হয়েছে পলিমার এবং বোরন কার্বাইড সেরামিক দিয়ে তৈরি করা হয়েছে। ফলে শত্রুপক্ষের আক্রমণ অনেক বেশি প্রতিহত করবে এই জ্যাকেট। ফলে ভারতীয় সেনাবাহিনী সীমান্তপার থেকে শুরু করে বিভিন্ন ধরণের জঙ্গি অপারেশনে অনেক বেশি নির্ভয় হয়ে লড়াই করতে পারবে। ভারতীয় সেনার এক অফিসার জানিয়েছেন, দেশে তৈরি এই জ্যাকেট ভারতীয় সেনাবাহিনীতে নতুন বিপ্লব এনে দেবে।