আজকাল ওয়েডেস্ক: বাড়ছে গরম। পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দামও। তা নিয়ে সরব হন এক ব্যক্তি। ওই পোস্টের পাল্টা পোস্ট করে কড়া ভাষায় ডাবের জল না খাওয়ার পরামর্শ দিলেন বেঙ্গালুরুর এক চিকিৎসক। এরপরই এ বিষয়ে নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কেউ কেউ চিকিৎসকের সঙ্গে সহমত জানলেও, অনেকেই তাঁর পরামর্শে আপত্তি জানিয়েছেন।
গরমকালে রাস্তায় বের হলে সকলেরই গলা শুকিয়ে আসে। তখন পথের ধারে কোনও এক ডাববিক্রেতার দেখা মিললেই যেকেউ তাঁর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। এরপর কিনে নেন ডাব। ডাবের জল দিয়ে মিটিয়ে নেন তৃষ্ণা। তবে ওই ডাবের দাম যদি আকাশছোঁওয়া হয় তাহলে তা নাগালের বাইরে চলে যায় মধ্যবিত্তের।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তি তাঁর এলাকায় ডাবের অতিরিক্ত মুল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই ব্যক্তি পোস্টে তাঁর এলাকার ডাব বিক্রেতাদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘শহরজুড়ে এক একটা ডাবের দাম ষাট টাকা।’ অন্যান্য শহরে দাম আরও কম বলে দাবি করেছেন ওই ব্যক্তি। তাঁর পোস্টের পাল্টা পোস্ট করে বেঙ্গালুরুর এক ডাক্তার ডাবের জলের বদলে শুধুমাত্র জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে বাড়িতে নারকেল গাছ না থাকলে, অতিরিক্ত খরচ করে ডাব কেনার প্রয়োজন নেই। পোস্টের কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকেই কমেন্টে ওই চিকিৎসককে ডাবের উপকারিতার বিষয়ে মনে করিয়ে দিয়েছেন। চিকিৎসক যদিও তাঁদের উত্তর দিয়ে বিকল্প খাবারের কথা জানিয়েছেন।
