আজকাল ওয়েবডেস্ক: খাবারে বিষক্রিয়ার জের। আশ্রম স্কুলের খাবার খেয়ে অসুস্থ ২৫০ পড়ুয়া। সকলেরই উপসর্গ এক। সোমবার রাতে খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। বুধবার পর্যন্ত অন্ততপক্ষে ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড়ের দহনু তালুকায়। আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা সরকার চালিত আশ্রম স্কুলে থেকে পড়াশোনা করে। অন্ততপক্ষে ২০টি আশ্রমের ২৫০ পড়ুয়া সোমবার রাত থেকে অসুস্থ হয়ে পড়ে। বমি, পেট ব্যথা, অস্থিরতার মতো উপসর্গ দেখা দিতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শতাধিক পড়ুয়া প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেছে। বাকিরা ভর্তি হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

গোটা ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষা দপ্তরের আধিকারিকরা হাসপাতালে গিয়ে অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন। খাদ্য দপ্তরের তরফেও ওই আশ্রমের খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।