আজকাল ওয়েবডেস্ক: আর নাথুলা যেতে পারবেন না পর্যটকেরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে সিকিমের প্রশাসন। কারণ হিসেবে জানানো হয়েছে অত্যধিক তুষারপাতকে। নতুন বছরের শুরু থেকেই চালু হচ্ছে এই নিয়ম।
প্রশাসন সূত্রে খবর, উত্তর সিকিমের মনোরম ইয়ুমথাং উপত্যকার নীচে ইয়াক্ষে আকস্মিক তুষারপাতের পর পর্যটক এবং যানবাহন আটকে পড়ার পরে লাচুং জোমসা হোটেল অ্যাসোসিয়েশন এবং লাচুং পুলিশ দল দ্বারা যৌথ ভাবে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় আটকে থাকা পর্যটকদের। গতকাল তুষারপাতের কারণে আটকে পড়েছিলেন প্রায় শতাধিক পর্যটকেরা। গভীর রাতে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। এই অভিযানে পর্যটক সহ বরফে আটকে পড়া তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ইয়ুমথাং এর রাস্তা পরিষ্কার করে যান চলাচলের উপযুক্ত করে খুলে দেওয়া হয়েছে। তবে, কর্মকর্তারা চালকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন কারণ কালো বরফ এখনও রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিন ভারত-চীন সীমান্তের নাথুলা পাসে পর্যটকরা যেতে পারবেন না। সেনাবাহিনী সিকিম পুলিশের চেক পোস্টে চিঠি দিয়েছে, যা নাথুলা পাস দেখার অনুমতি দেয় এবং উভয় সীমান্তে নিযুক্ত নিরাপত্তা কর্মীদের মধ্যে বর্ডার পার্সোনাল মিট (বিপিও) এর কারণে সতর্কতামূলকভাবে সাধারণ এবং পর্যটকদের মধ্যে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। মরশুমে প্রথম তুষারপাতের পর খুশির আবহে এই খবরে রীতিমতন ভেঙে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা।
