আজকাল ওয়েবডেস্ক: এক নাগাড়ে টানা বৃষ্টি। জলমগ্ন গোটা মুম্বই,পুণে। পরিস্থিতি বিচারে বন্ধ স্কুল-কলেজ। বাতিল একাধিক বিমান। এই পরিস্থিতিতে পূর্ব পরিকল্পনা বদলে ফেললেন দেশের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পুণে সফর ঠিক ছিল আগে থেকেই। পুণে মেট্রো স্টেশনের উদ্বোধন-সহ প্রায় ২০, ৯০০ কোটির প্রকল্পের সূচনা করার কথা ছিল। তবে জলমগ্ন পরিস্থিতিতে শেষ মুহূর্তে বদল সিদ্ধান্তে। আইএমডি জানিয়েছে বুধবার কেবল পুণেতেই ১৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বইও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সন্ধে থেকে একটানা ছয় ঘণ্টা ভারি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। বহু রেললাইনে জল জমে যায়। একাধিক রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পাশাপাশি ১৪টি বিমান ঘুরপথে চলাচল করেছে। দেরিতে ওঠানামা করেছে সমস্ত বিমান। বৃহস্পতিবার সকালেও পরিস্থিতির উন্নতি হয়নি। তবে মুম্বই বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে আটটার পর বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে।
এদিকে জল জমে আবারও বিপত্তি মুম্বইয়ে। খোলা নর্দমায় পড়ে জলের তোড়ে ভেসে ৪৫ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়েছে গতকাল। এরপরই বৃহস্পতিবার স্কুল, কলেজ সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইয়ের পাশাপাশি আজ পালগড়, থানে, পুণেতেও বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার রাতেই পুণের জেলা কালেক্টর নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবার সেখানকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য। তার মাঝেই বাতিল হল মোদির পুণে সফর।
