আজকাল ওয়েবডেস্ক: ভারতেও কী ভিনগ্রহীরা রয়েছে? বিশ্বের নানা প্রান্তে মাঝেমধ্যেই আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস মানে অচেনা উড়ুক্কু বস্তু বা ইউএফও-র দেখা মিলেছে বলে খবর পাওয়া যায়। যদিও বিজ্ঞানীরা কখনওই এর উপস্থিতির প্রমাণ দিতে পারেননি। কিন্তু ঝাঁসির এক কৃষকের দাবি সেই জল্পনার আগুনে আরও একবার ঘি ঢেলেছে। ঘটনাটি ঝাঁসির একটি ছোট গ্রাম রাতোসা ঘটেছে। যেখানে গ্রামবাসীদের মধ্যে এখন জল্পনা জিনিসটি কি বহির্জাগতিক নাকি অতিপ্রাকৃতিক কিছু।
রাতোসা গ্রামে বাসিন্দা রাজু লম্মারদার। পেশার কৃষক দাবি করেছেন, তিনি তাঁর মাঠে একটি অস্বাভাবিক বস্তু লক্ষ্য করেছেন। তিনি যত সেটির কাছে যেতে থাকেন সেটি নড়াচড়া করতে শুরু করে। কিছুক্ষণ পরে সেটি আকাশে মিলিয়ে যায়।
এই ঘটনার পর গ্রামবাসীদ্র মধ্যে অজানা বস্তুটিকে নিয়ে নান জল্পনার সৃষ্টি হয়েছে। কারও ধারণা বস্তুটি বহির্জাগতিক। আবার কেউ কেউ দাবি করছেন বস্তুটি অলৌকিক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন তত্ত্ব সত্ত্বেও ঘটনাটির সত্যতা এখনও অজানা।
