আজকাল ওয়েবডেস্ক: ইংরেজি নববর্ষ উদযাপন থেকে মুসলমানদের বিরত থাকার ফতোয়া দিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রাজভি। এমনকি ১লা জানুয়ারি শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এগুলি ইসলাম বিরোধী বলে দাবি করা হয়েছে। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে শাহাবুদ্দিন রাজভি ফতোয়ায় জানিয়েছেন, ইংরেজি নববর্ষ আসলে খ্রিস্টানদের উৎসব। ফলে মুসলিমদের উচিত এই উৎসব থেকে নিজেদের দূরে রাখা
ফতোয়ায় উল্লেখ রয়েছে, "এই নববর্ষ অন্য ধর্মাবলম্বীদের উৎসব। ইসলামে এই ধরনের উৎসব পালনে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ফলে মুসলিমদের উচিত নিজেদের ধর্মীয় পথ অনুসরণ করা। এই উৎসব পালন করা কোনওভাবেই গর্বের বিষয় নয়। এই উৎসবে যোগ দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময় করাও উচিত নয়। মুসলিম যুবক যুবতীদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হচ্ছে তাঁরা যেন এই উৎসবে যোগ না দেন। "
লেখক সলমন রুশদির বিতর্কিত বই 'সাটানিক ভার্সেস' ভারতে বিক্রিতেও নিষেধাজ্ঞা জারির জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে এই মুসলিম সংগঠনটি। এছাড়াও জামিয়ত উলমা-ই-হিন্দ- এর আইনি পরামর্শদাতা মৌলানা কাব রশিদি বলেছেন, "যদি মত প্রকাশের স্বাধীনতা কারও ভাবাবেগে আঘাত করে তাহলে সেটা আইনত অপরাধ। এই বই মুসলিমদের ভাবাবেগে আঘাত করে। ফলে মত প্রকাশের স্বাধীনতার নামে এই বইয়ের বিক্রি কোনওভাবে মেনে নেওয়া যায় না। এটা সংবিধান বিরোধী। কেন্দ্রের উচিত ভারতে বইটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা।"
