আজকাল ওয়েবডেস্ক: ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি অনিল নামে এক ব্যক্তিকে অপহরণ করে বুকে গুলি করে হত্য়া করা হয়। প্রমাণ লোপাট করতে এরপর নিহত অনিলের মুণ্ড পাশেই খালে ফেলে দেওয়া হয়। এই পৈশাচিক কাণ্ড ঘটিয়েছিল সোনু। সোম্বীর এবং পঙ্কজের সঙ্গে মিলে অনিলকে হত্যার ষড়যন্ত্র করেছিল সোনু। এরপর তদন্তে নেমে পুলিশ খুনের অপরাধে সোনুকে গ্রেপ্তার করে। এরপর সে জেলেই ছিল। পুরনো মারধরের প্রতিশোধ নিতেই সোনু  অনিলকে খুন করেছে বলে স্বাকীর করেছিল।

২০২০ সালে, সোনুকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তার বাবা ক্যান্সারে ভুগছিলেন, চিকিৎসার প্রয়োজন ছিল। তাই তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করে আদালসত। কিন্তু, বাড়ি ফিরেই সোনু পেরার হয়ে যায়। বিগত পাঁচ বছর ট্রাক চালক হিসেবে কাজ করছিল সোনু। ফলে পুলিশের চোখে ধুলো দিতে সে প্রায়শই নিজের অবস্থান পরিবর্তন করত। বিভিন্ন রাজ্য়ে ঘুরত সে।

 

?ref_src=twsrc%5Etfw">April 20, 2025

শেষ পর্যন্ত বিশেষ সূত্রে সুনোর খবর পেয়ে যায় পুলিশ। এরপরই বিভিন্ন রাজ্যে ৬০০ কিলোমিটার পথ ধাওয়া করে সোনুকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শনিবার হরিয়ানার পানিপত থেকে অভিযুক্ত সোনু ওরফে মনোজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০২ (হত্যা), ২০১ (প্রমাণ লোপাট), ৩৬৫ (অপহরণ), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র),৩৪ (সাধারণ উদ্দেশ্য) এবং অস্ত্র আইনের ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।