আজকাল ওয়েবডেস্ক: আইসক্রিমের ভিতরে হাতের আঙুল! মানুষের! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড অঞ্চলে। এক চিকিৎসক অনলাইনে কোন আইসক্রিম অর্ডার করেছিলেন। সময়মতো বাড়িতে ডেলিভারিও চলে আসে। এরপরই আসল ঘটনা। মোড়কটি খুলতেই দেখা যায়, আইসক্রিমের ভিতরে রয়েছে মানুষের হাতের আঙুল! ওই চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় আইসক্রিমের ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, আইসক্রিমের ভিতরে রয়েছে মানুষের হাতের আঙুল। এরপর ওই চিকিৎসক মালাড পুলিশ স্টেশনে অভিযোগ জানান। আইসক্রিমটিও সঙ্গে নিয়ে যান তিনি। আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। আইসক্রিমটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাতের আঙুলটি পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। ওই চিকিৎসক জানিয়েছেন, ‘একটি ফুড অ্যাপে কোন আইসক্রিম অর্ডার করেছিলাম। কিছুটা খাওয়ার পর বুঝতে পারি মুখে শক্ত কিছু একটা বাঁধছে। মুখ থেকে বের করে দেখি মানুষের আঙুল।’
