আজকাল ওয়েবডেস্ক: বড় বিপত্তির সামনে মুম্বইয়ের মোনোরেল। মঙ্গলবার শহরে প্রবল বৃষ্টির মধ্যে দুটি স্টেশনের মাঝে থেমে যায় এই রেল। ফলে ১০০ জনেরও বেশি যাত্রী আটকে পড়ে। ট্রেনটি একটি উঁচু রেলপথে চলে। অন্তত এক ঘণ্টা আটকে ছিল এটি। একটি "ছোট পাওয়ার সাপ্লাই সমস্যা" দেখা দেয়। এরপরই ঘটে এই বিপত্তি।
টেকনিক্যাল ত্রুটি ঘটে সন্ধ্যে ৬.১৫ নাগাদ। ট্রেনটি মাইসোর কলোনি এবং ভক্তি পার্ক স্টেশনের মধ্যে আটকে যায়। ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী কর্মকর্তারা যাত্রীদের উদ্ধার করার জন্য ক্রেন ব্যবহার করে উদ্ধার অভিযান করেন।
আরও পড়ুন: অনলাইন গেমে আর অর্থের লেনদেন নয়? কোন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি যাত্রীদের প্যানিক না করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হবে এবং সবাইকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করেছেন। তিনি আরও যোগ করেন, তিনি কমিশনার, পৌর কমিশনার, পুলিশ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন এবং ঘটনাটির কারণ সম্পর্কেও একটি তদন্ত করা হবে।
অতিবৃষ্টির জেরে বিপর্যয়ের মুখে পড়ল মনোরেল পরিষেবা। মুম্বাইয়ের ভাশি গাঁও এলাকায় চলন্ত অবস্থায় উঁচু ট্র্যাকে আটকে পড়ে মনোরেল, সেই সময়ে বেশ কয়েকজন যাত্রী ছিলেন ওই ট্রেনে। খবর পেয়েই সেখানে উপস্থিত হন উদ্ধারকারীরা। দমকল সেখানে পৌঁছে ক্রেনের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করে। উদ্ধার অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যাত্রীরা এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়েছিলেন।

মহা মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন জানিয়েছে, মনোরেল ট্রেনটি একটি ছোট বিদ্যুৎ সরবরাহ সমস্যার সম্মুখীন হয়েছে। “আমাদের অপারেশন এবং রক্ষণাবেক্ষণ দলগুলি ইতিমধ্যেই সাইটে গিয়েছে এবং দ্রুত এটি সমাধান করার জন্য কাজ করছে,” এটি যোগ করেছে। এখন, ওয়াডালা এবং চেম্বুরের মধ্যে পরিষেবাগুলি একটি একক লাইনে মসৃণভাবে চলছে। আমরা আন্তরিকভাবে আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে আশ্বস্ত করছি যে আপনার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিশ্চিত থাকুন, স্বাভাবিক পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার করা হবে।
শনিবার থেকেই বৃষ্টিতে ভাসছে মুম্বই। সোমবারও বাণিজ্যনগরী জুড়ে অব্যহত বর্ষণ। প্রবল বৃষ্টির কারণে শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম। বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বইয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। শহরের বহু জায়গায় জল জমে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নিত্যযাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। ভিলে পার্লে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল স্থবির হয়ে পড়তে দেখা যায়। সিয়ন এলাকার গান্ধী মার্কেটে জল জমেছে। আন্ধেরি সাবওয়ে জলমগ্ন হয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।
