আজকাল ওয়েবডেস্ক: কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা! ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার ঘটনাস্থল মহারাষ্ট্র। এবার লাইনচ্যুত হল মনোরেল। টেস্ট রানের সময়েই লাইনচ্যুত হল মনোরেলের একাধিক কামরা। যদিও এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। রেল সূত্রে জানা গেছে, মুম্বইয়ের ওয়াডালা এলাকায় বুধবার সকালে টেস্ট রানের সময় লাইনচ্যুত হয়েছে মনোরেলের একাধিক কামরা। ট্র্যাক পরিবর্তনের সময়েই লাইনচ্যুত হয় মনোরেলের কামরা। যদিও সে সময় মনোরেলের কামরায় কোনও যাত্রী ছিলেন না। তাই বিরাট দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন যাত্রীর। 

আরও জানা গেছে, মনোরেলের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। গত কয়েক মাস ধরেই ভারী বৃষ্টির কারণে মনোরেল চলাচল বন্ধ ছিল। বহু নিত্যযাত্রী ভোগান্তির শিকার হন। ক্ষতিগ্রস্ত মনোরেলের টেস্ট রান চলছিল। মনোরেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই টেকনিক্যাল টিমকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন। দ্রুত মনোরেল পরিষেবা চালু করার কাজ চলছে জোরকদমে। 

প্রসঙ্গত, একমাস আগে এই রুটেই মনোরেল বিভ্রাট ঘটেছিল। সেবার আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির ফলে ওয়াডালাগামী মনোরেলেটি চলতে চলতে মাঝপথেই বন্ধ হয়ে যায়। ঝুলন্ত কামরায় আটকে পড়েন শ'য়ে শ'য়ে যাত্রীরা। মুহূর্তে মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

এরপর চেম্বুর থেকে আরেকটি ট্রেন এনে দমকলের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়। যান্ত্রিক গোলযোগে এই ঘটনা বলে মনো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। গত আগস্টেও মুম্বইয়ে মনোরেল আটকে যাওয়ার ঘটনা ঘটেছিল। এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মুম্বইয়ে মনোরেল বিকল হয়ে গেল। এমএমআরডিএ-র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জানিয়েছেন, ওয়াডালায় মনোরেলটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তাই দাঁড়িয়ে যায় মেট্রোটি। তড়িঘড়ি ১৭ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে এখনও পর্যন্ত। 

গত ১৯ অগাস্টও এই ধরনের একটি ঘটনা ঘটে। মুম্বইয়ের মহীশূর কলোনি স্টেশনের কাছে একটি মনোরেলে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভ্রাট ঘটে। এর ফলে মোনোরেলটি বিকল হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় বহুক্ষণ একই জায়গায় আটকে থাকে ট্রেনটি। সেবারও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে অসুস্থ বোধ করেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিতে হয়। পরে বৃহন্নুম্বাই পুর কর্পোরেশন (বিএমসি), দমকল বিভাগের কর্মীরা এবং পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এর মুম্বই ফায়ার ব্রিগেড ৫৮২ জন যাত্রীকে উদ্ধার করে। কেন বারবার এই ঘটনা? প্রশ্নের মুখে মোনোরেলের যাত্রী সুরক্ষা। মুম্বইয়ে বহু মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল। তাঁরাও এবার আতঙ্কিত। 

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল‌। সিগন্যাল ভেঙেই ছুটে যায় মেমু লোকাল ট্রেন। মালগাড়ির পিছনে ধাক্কা দিয়েই উঠে পড়ে যাত্রীবাহী ট্রেনের প্রথম কামরা‌। ছত্তিশগড়ের বিলাসপুরে রেল দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার সকালে আরেকটি দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনার রেলস্টেশনে। কার্তিক পূর্ণিমা উপলক্ষে আজ সকালে গঙ্গাস্নানের পর চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন একদল পুণ্যার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, কার্তিক পূর্ণিমা উপলক্ষে ভিড় জমেছিল পুণ্যার্থীদের। একটি ট্রেন থেকে নেমে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। হেঁটেই রেললাইন পেরোনোর চেষ্টা করেন অনেকে। তখনই কালকা-হাওড়ামুখী নেতাজি এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন একাধিক পুণ্যার্থী। এদিনের দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে।