আজকাল ওয়েবডেস্ক:‌ সাক্ষ্য গ্রহণ করা যাবে না থানা বা থানার আওতাধীন এলাকার মধ্যে। সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে তিন সংহিতা আইন। নতুন তিন আইন কার্যকর করার আগে সমস্ত প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে রাজ্যগুলি। তারমধ্যেই চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।



 চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘‌কোনও থানা অথবা থানার নিয়ন্ত্রণাধীন কোনও এলাকায় অডিও–ভিডিও মাধ্যমে সাক্ষ্যগ্রহণ করার স্থান হিসেবে বিবেচনা করা যাবে না।’‌ দিল্লির সমস্ত থানা, দিল্লির জেলা পুলিশের সদর দপ্তর, দিল্লি পুলিশের শাখাগুলির সদর দপ্তর, দিল্লি পুলিশের সদর দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা অবিলম্বে দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আধিকারিককে তাঁদের শাখা, থানার লোকেশন এবং ঠিকানা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।‌