আজকাল ওয়েবডেস্ক : বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেন সাধারণ মানুষ অতি সহজেই পেতে পারে সেদিকে নজর রাখতেই এই বৈঠক বলে খবর।
এদিন মোদি বলেন, গরিব মানুষ যেন কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের হয়ে কাজ করে যেতে হবে। যেসব এলাকায় বিজেপি ভোট পায়নি সেখানেও কাজে কোনও খামতি যেন না থাকে। তিনি আরও বলেন, এবার থেকে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান পেশ করবেন।
যে রাজ্যে উন্নতি যত বেশি হবে সেখানে আরও বরাদ্দ বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার। দুদিন ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জে পি নাড্ডা, যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্বশর্মা, ভজনলাল শর্মা। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এদিন সবার সঙ্গে আলোচনা হয়।
বিরোধী শিবির যেভাবে বাজেট নিয়ে বিজেপি সরকারকে টার্গেট করেছে তার পাল্টা কিভাবে দেওয়া হবে তা নিয়েও কথা হয়। লোকসভা ভোটের পর বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা এই প্রথম একসঙ্গে বৈঠক করলেন।
এদিন মোদি বলেন, গরিব মানুষ যেন কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের হয়ে কাজ করে যেতে হবে। যেসব এলাকায় বিজেপি ভোট পায়নি সেখানেও কাজে কোনও খামতি যেন না থাকে। তিনি আরও বলেন, এবার থেকে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান পেশ করবেন।
যে রাজ্যে উন্নতি যত বেশি হবে সেখানে আরও বরাদ্দ বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার। দুদিন ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জে পি নাড্ডা, যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্বশর্মা, ভজনলাল শর্মা। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এদিন সবার সঙ্গে আলোচনা হয়।
বিরোধী শিবির যেভাবে বাজেট নিয়ে বিজেপি সরকারকে টার্গেট করেছে তার পাল্টা কিভাবে দেওয়া হবে তা নিয়েও কথা হয়। লোকসভা ভোটের পর বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা এই প্রথম একসঙ্গে বৈঠক করলেন।
