আজকাল ওয়েবডেস্ক : বিএসপি নেতা কে আমস্ট্রং খুনে ব্যবহার করা ৬ টি মোবাইল ফোন নদী থেকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে ৫ জুলাই খুন হয়েছিলেন এই নেতা। উদ্ধার হওয়া ফোন থেকে তাঁর মৃত্যুর ছক করা হয়েছিল। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের জেরা করে এই ফোনগুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে আরও বড় কোনও মাথা যুক্ত আছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। চেন্নাই পুলিশ জানিয়েছে নদীতে ডুবুরি নামিয়ে এই ফোনগুলি উদ্ধার করা হয়। মোট ১৬ জন সন্দেহের তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুলি করে মারা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন আরও বেশ কয়েকজন। চলছে তদন্ত।