আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। কিন্তু টুর্নামেন্টের মাঝপথ থেকে শুরু হওয়া একটি বিতর্ক এখনও থামেনি। তা হল দুবাইয়ে সব ম্যাচ খেলার সুবাদে অতিরিক্ত সুবিধা পেয়েছে ভারত?‌ অনেকেই এই প্রশ্ন তুলেছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও যা থামেনি। অনেকেই এই বিষয়ে পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন অজি পেসার মিচেল স্টার্ক। যদিও চোটের জন্য তিনি টুর্নামেন্টে খেলতে পারেননি। তাঁর দাবি, দুবাইয়ে সব ম্যাচ খেলার একটা সুবিধা তো আছেই। পাশাপাশি তিনি এটাও বলে দিয়েছেন, ভারত দুর্দান্ত খেলেছে বলেই কাপ জিতেছে। দুবাইয়ের উইকেট ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে বলেও মনে করেন না স্টার্ক। 


স্টার্কের কথায়, ‘‌এটা বাড়তি সুবিধা কিনা সেটা বড় কথা নয়। তবে আমরা ক্রিকেটাররা সমস্ত বিশ্বে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াই। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা শুধু আইপিএল খেলে। তাই অন্য দেশের ক্রিকেটাররা যারা অন্তত পাঁচ থেকে ছ’‌টি ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়ায়, তাদের পক্ষে এটা কোনও সমস্যার কারণ হতে পারে না।’‌ 


কেকেআরে গতবছরই বরুণের সঙ্গে খেলেছেন স্টার্ক। তাই বরুণের সাফল্যে একেবারেই অবাক নন তিনি। স্টার্কের কথায়, ‘‌ভারতীয় দল যোগ্য হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। যদিও আমি খেলা দেখিনি। অস্ট্রেলিয়ার কয়েকটা ম্যাচ শুধু দেখেছি। বরুণের সঙ্গে গতবছর খেলেছি। দুর্দান্ত প্রতিভা। আর এই ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা।’‌