আজকাল ওয়েবডেস্ক: চোরকে লুঠ করল আরেক চোর? সম্প্রতি এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। পর পর তিনটি বাড়িতে চুরি করতে এসেছিল সে। কিন্তু এরপর যা ঘটল, তা নিজেও সে কল্পনা করতে পারেনি। জানা গিয়েছে, চোরটি প্রায় ৯০ গ্রাম সোনা এবং ১.৭৫ লক্ষ টাকা নগদ চুরি করে আরও দু জায়গায় লুটপাট করেছিল। এর কিছুক্ষণের মধ্যেই মান্দুর শ্মশানের কাছে তাকে লুঠ করে নিল চার জন লোক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, চার দুষ্কৃতী তাকে মাঝরাস্তায় ধরে। এরপর বেধড়ক মারধর করে। হামলার পর যখন সে মাটিতে লুটিয়ে পড়ে তখন তার কাছ থেকে দুষ্কৃতীরা তার চুরি করা সোনা, নগদ টাকা ও আরও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ঘটনার কথা প্রকাশ্যে আসে গত সপ্তাহে। জানা গিয়েছে, ওই চোরটি গোপনে একটি চোরাই দোকানে সোনার চেন বিক্রি করতে গিয়েছিল। তখনই পুরো সত্য ফাঁস হয়। পুলিশ তাকে জেরা করলে সে জানায়, চার জন দুষ্কৃতী তাকে লুঠ করেছিল।
এরপর পুলিশ তল্লাশি শুরু করে। ওই চার জন ছিনতাইকারীকে খুঁজে বার করে গ্রেপ্তার করে পুলিশ। খবর অনুযায়ী, অভিযুক্তদের কাছ থেকে পুলিশ ৪৪৭ গ্রাম সোনা, প্রায় ২৮ হাজার টাকার বেশি নগদ এবং একটি মোটরবাইক উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সব জিনিসের মোট দাম প্রায় ৭০ লক্ষ টাকা।
তদন্তে জানা গিয়েছে, যারা চোরটিকে লুঠ করেছে, তাদের সঙ্গে এই চোরটির আগে থেকে কোনও সম্পর্ক ছিল না। তারা শুধু সুযোগ বুঝে ঘটনার দিন চোরটির কাছ থেকেই সব সোনা নগদ লুঠ করে নেয়। বর্তমানে তাদের জেরা করছে পুলিশ। এই ঘটনায় সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
