আজকাল ওয়েবডেজজ-: বুধবার যৌন হেনস্থার এক মামলার শুনানির সময় দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, যৌন হেনস্থার শিকার কোনও নাবালিকাকে ট্রায়াল কোর্টে বারবার সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা উচিত নয়। বুধবার বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে বলা হয়, যে নাবালিকা যৌন হেনস্থার ভয়াবহ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে একই বিষয় নিয়ে জিজ্ঞাসা করার জন্য বারবার ডাকা উচিত নয়।
বুধবার সুপ্রিম কোর্টে ওড়িশা হাইকোর্ট এবং দায়রা জজ-কাম-বিশেষ আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে একটি মামলার শুনানি ছিল। অভিযোগ, অভিযুক্ত ওই নাবালিকাকে প্রথমে কিডন্যাপ করে, জোর করে বিয়ে করে এবং পরবর্তীতে জোর পূর্বক যৌন সম্পর্কে বাধ্য করে। ওই নাবালিকার বাবা মায়ের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং বাল্য বিবাহ নিষিদ্ধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল অভিযুক্তর বিরুদ্ধে।
