আজকাল ওয়েবডেস্ক: স্কুটার, মোটরসাইকেল-সহ ভারতে বিক্রি হওয়া সমস্ত নতুন দুই চাকার যানে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইনস্টল করা বাধ্যতামূলক হচ্ছে। এমনই ঘোষণা করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এছাড়াও দু-চাকার যান বিক্রির সময় ক্রেতাকে দু'টি করে হেলমেট দিতে হবে দোকানগুলিকে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া এই নিয়ম কার্যকর হবে দেশজুড়ে। নিরাপত্তা প্রয়োজনীয়তা, সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু কমাতে এই নয়া নিয়ম খুবই কার্যকরী হবে বলে মনে করছে সরকার।

বর্তমানে, এবিএস শুধুমাত্র ১২৫ সিসির বেশি ইঞ্জিন ধারণক্ষমতা সম্পন্ন দুই চাকার গাড়ির জন্য বাধ্যতামূলক। যার অর্থ প্রায় ৪০ শতাংশ দুই চাকার গাড়িতে এই অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সুরক্ষা বৈশিষ্ট্যটি নেই। এখন থেকে এই সুরক্ষা বৈশিষ্টটি সব দু'চাকার যানেই থাকবে। 

হঠাৎ ব্রেক কষলে বা জোর করে ব্রেক মারলে চাকা লক হওয়া রোধ করতে সাহায্য করে এবিএস সিস্টেম। এই সিস্টেম রাইডারকে গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে এবং পিছলে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে। গবেষণায় দেখা গিয়েছে যে, এবিএস দুর্ঘটনার সম্ভাবনা ৩৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ কমাতে পারে।

এবিএস ছাড়াও, সরকার প্রতিটি নতুন দুই চাকার গাড়ি কেনার সময় দু'টি বিআইএস-প্রত্যয়িত হেলমেট প্রদানও বাধ্যতামূলক করল। বর্তমানে, স্কুটি বা বাইক কেনার সময়ে শুধুমাত্র একটি হেলমেট ক্রেতাকে দেয় দোকানগুলি। এবার থেকে দু'টি করে হেলমেট দেবে। চালকের সঙ্গে আরোহীর নিরাপত্তা নিশ্চিৎ করতেই এি পদক্ষেপ করা হয়েছে। 

ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় ৪৪ শতাংশই দুই চাকার ব্যবহারকারী। এই মৃত্যুর বেশিরভাগই হেলমেট না পরার কারণে মাথায় আঘাত লেগে ঘটে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক শীঘ্রই এই নিয়মগুলি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে।