আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ে সম্প্রতি মর্মান্তিক ঘটনা৷ সূত্রে জানা গিয়েছে, পরপর দুটি নির্মম ঘটনার খবর সামনে এসেছে। ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে গুরগাঁওয়ের সেক্টর ৩৭সি এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একজন অভিবাসী শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রমিকটি অঝোরে কাঁদছেন এবং প্রাণ ভিক্ষা চায়ছেন। আশেপাশে আরও কিছু মানুষ উপস্থিত ছিলেন, যাঁরা তর্ক করছিলেন এবং পরিস্থিতি দাঁড়িয়ে দেখছিলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর নথিভুক্ত করেছে। বর্তমানে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্রে জানা যায়, এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আরও জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মূলত জুন মাসে। সম্প্রতি পুরো ঘটনা প্রকাশ্যে আসে।

দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে আসে। গুরগাঁওয়ের সোহনা এলাকায় হরিয়ানা পুলিশের এক কনস্টেব রবীন্দ্রের বিরুদ্ধে তাঁর এক আত্মীয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। যুবতীর নাম সঙ্গীতা (২৫)। সূত্রে জানা গিয়েছে, এই যুবতী রাজস্থানের বাসিন্দা। এমনকি তিন বছর বয়সী এক সন্তানের মা তিনি। জানা গিয়েছে, তাঁর স্বামী দুই বছর আগে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মারা যান। এরপর থেকেই তিনি কনস্টেবল রবীন্দ্রর সঙ্গে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, সঙ্গীতাকে সেই ফ্ল্যাটেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সঙ্গীতার ভাই, নরেন্দ্র, তাঁর বোনের হত্যার অভিযোগ সরাসরি কনস্টেবল রবীন্দ্রর বিরুদ্ধে আনেন বলে সূত্রে খবর। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে তার খোঁজে বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে।

সম্প্রতি ঘটে যাওয়া এই দুটি ঘটনা আবারও গুরগাঁওয়ে আতঙ্কের সৃষ্টি করেছে৷ স্থানীয়রা ঘটনার জেরে ভীত সন্ত্রস্ত। তবে পুলিশ দ্রুত তদন্ত করে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। 

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন একাধিক শ্রমিক। রাজ্য পুলিশ সুবিধার্থে নতুন হেল্পলাইন নম্বরের উদ্যোগ নিয়েছেন। বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সম্প্রতি অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন। নানারকম হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে  যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে তাঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।

আরও পড়ুনঃ 'এত তাড়াহুড়ো কেন দিদি?' কুম্ভে গঙ্গায় তরুণীর কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা...

প্রসঙ্গত দেশ জুড়ে একের পর এক রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে নিগ্রহের ঘটনা বেড়ে চলেছে। এর জেরে ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্য এবার 'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট' বা পিসিসি নেওয়ার ঢল নামল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের মধ্যে। বিগত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে 'বাংলাদেশি' সন্দেহে পুলিশের কাছে হেনস্থা হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের। কখনও তাঁদের ভাগ্যে জুটছে মারধর আবার কখনও 'বাংলাদেশি' তকমা দিয়ে তাঁদের জোর করে বাংলাদেশে 'পুশব্যাক' করে দেওয়া হয়েছে।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী  ২৭ জুলাই রাজ্যের সমস্ত জেলায় 'ভাষা আন্দোলন' শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যার সূচনা বীরভূম জেলা থেকে মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জী নিজেই করতে পারেন।