আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোসফট, আমেরিকান টেকনোলজি জায়েন্ট সংস্থা মাইক্রোসফট নতুন বছরে পরপর কর্মী ছাঁটাই করছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। কর্মী ছাঁটাইয়ের কারণও জানা গিয়েছে।
কী জানিয়েছে টেক জায়ান্ট সংস্থা? জানা গিয়েছে, সংস্থা নিজেদের তরফে জানিয়েছে, যেসব কর্মী তাঁদের চাকরি হারাচ্ছেন, তার একগুচ্ছ কারণে মধ্যে অন্যতম কর্মক্ষমতার মান। সংস্থার তরফে কর্মীদের চিঠি দিয়ে জানানো হয়েছে, 'আপনি অবিলম্বে কার্যকর সমস্ত চাকরির দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। আপনার অ্যাক্সেস, মাইক্রোসফট সিস্টেম, অ্যাক্যাউন্ট-সহ সবই সরিয়ে নেওয়া হবে। আপনি মাইক্রোসফটের হয়ে আর কোনও কাজ করবেন না।'
একই সঙ্গে জানানো হয়েছে, ওই কর্মী পরে সংস্থার অন্য বিভাগে কাজের জন্য আবেদন করলে, তাঁর আগের কাজের পারদর্শীতা মাথায় রেখে বিচার করা হবে। গত কয়েকমাস ধরেই মাইক্রোসফট কর্মীদের কার্যক্ষমতা বিচার করেছে। উল্লেখ্য, মূলত আমেরিকার কর্মীদের মধ্যে থেকেই চলছে এই ছাঁটাই পর্ব। যেসব কর্মীরা চাকরি হারাবেন, তাঁদের চিকিৎসা-সহ একাধিক যেসব সুযোগ সুবিধার ব্যবস্থা ছিল, তা তার থাকবে না বলে সাফ জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
