আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের দুই ভিন্ন জায়গায় একই ঘটনা। গরুর সঙ্গে সঙ্গম। খবর পেয়েই ঘটনাস্থলগুলিতে গিয়ে খবরের সত্যতা যাচাই করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে ওই দু’ জনকে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, দুই ঘটনার মধ্যে একটি ঘটেছে ইন্দোরে। ঘটনা প্রকাশ্যে আসে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর। মঙ্গলবার গোরক্ষক এবং একাধিক হিন্দু সংগঠন ঘটনার তীব্র নন্দা করায় উত্তেজনা বাড়ে আরও কয়েকগুণ।
পুলিশ ঘটনাস্থলে গেলে, নিকটবর্তী স্থানের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হয়। বিজয় নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। তার বিরুদ্ধে পশু কৃত্য় অধিনিয়ম-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, সে ইন্দোরের একটি কারখানার কর্মী।
অপর ঘটনা ঘটেছে মন্দসৌর জেলার আফজলপুর থানায়। ইন্দোর থেকে ২০০ কিলোমিটার দূরের এলাকার ওই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে দ্বিতীয় ঘটনায় অভিযুক্তর নাম দ্বারকা গোস্বামী। পুলিশ সূত্রের খবর, দ্বারকা সোমবার তার আত্মীয়র গোয়ালঘরে গিয়ে গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হয়। স্থানীয় এক ব্যক্তি এই ঘটনা দেখেন, ভিডিও করেন। পরে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয় ভিডিওটিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার পুলিশ দ্বারকাকে গ্রেপ্তার করেছে।
