আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের একটি সরকারি স্কুলে ২৪ জন ছাত্রীকে যৌন হেনস্থান অভিযোগে একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। যৌন নির্যাতন রোধ কমিটির বৈঠকে ছাত্রীরা গণিত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার পর নক্কারজনক বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্ত গণিত শিক্ষককে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

হিমাচল প্রদেশের সিরমৌর জেলার একটি সরকারি স্কুলে 'শিক্ষা সংবাদ' অনুষ্ঠান চলাকালীন, অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীরা অধ্যক্ষের কাছে হেনস্থার অভিযোগ করে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগপত্রে উল্লেখ ছিল, স্কুলের গণিত শিক্ষক তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেছেন।

এরপর অভিভাবকদের ডেকে পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন যে, অভিভাবকরাও তাঁদের সন্তানদের হেনস্থার বিষয়ে অবগত নন। গোটা ঘটনা জানাজানি হলে, অভিভাবকরা স্কুল পরিচালন কমিটি এবং শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানান। মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত শিক্ষককে শীঘ্রই গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের ডিরেক্টর- প্রাথমিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর সিরমৌর প্রশাসনকে এই বিষয়ে অবিলম্বে প্রাথমিক তদন্ত করতে বলেছেন। একটি চিঠিতে, ডিরেক্টর প্রাথমিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টরকে ব্যক্তিগতভাবে স্কুল পরিদর্শন করতে নির্দেশ দেন। এছাড়াও ছাত্র, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের বক্তব্য রেকর্ড করতে, এক সপ্তাহের মধ্যে তার অফিসে একটি রিপোর্ট জমা দিতে বলেছেন।

সিরমৌর জেলার অতিরিক্ত পুলিশ সুপার যোগেশ রোলতা বিষয়টিকে গুরুতর এবং অগ্রাধিকাকের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। তিনি বলেন, "বিবৃতি রেকর্ড করা হয়েছে, এবং আমরা ঘটনাস্থল পরিদর্শনও করেছি।" 

রবিবার সন্ধ্যায় অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হয় এবং তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।