আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নাগপুরের কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেইসময় ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন বহু কর্মী। জহর নগর এলাকার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায়। জানা গিয়েছে, সেই সময় অন্তত ১২ জন ফ্যাক্টরিতে ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, দু' জনকে উদ্ধার করা গিয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের ভয়াবহতা এত ব্যাপক ছিল, পাঁচ কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা গিয়েছিল। সমাজমাধ্যমে এই বিস্ফোরণের যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনার পরেই উদ্ধারকারী দল এবং মেডিক্যাল দল পৌঁছয় ঘটনাস্থলে। উদ্ধারকার্য চলছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে কীভাবে আচমকা এই বিস্ফোরণের ঘটনা ঘটল, এখনও স্পষ্ট হয়নি তা।