আজকাল ওয়েবডেস্ক: শুটিং সেরে ফেরার পথে কর্মরত শ্রমিকদের পিষে দিল মারাঠী অভিনেত্রীর গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাতে মুম্বইয়ের কান্দিভালিতে ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন গাড়িটির চালক এবং অভিনেত্রীও।
পুলিশ সূত্রে খবর, ওই অভিনেত্রীর নাম ঊর্মিলা কোঠারি। দুর্ঘটনাটি ঘটেছে পয়সার মেট্রো স্টেশনের কাছে। শুক্রবার রাতে শুটিং সেরে গাড়ি করে ফিরছিলেন। গাড়ির গতি বেশি ছিল বলে অভিযোগ। পয়সার স্টেশনের কাছে রাস্তার ধারেই মেট্রো প্রকল্পের কাজ চলছিল। সেখানেই কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কর্মরত শ্রমিকদের চাপা দেয় বলে অভিযোগ।
সামতা নগর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। সময়মতো গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় অভিনেত্রী প্রাণে বাঁচেন। কিন্তু তাঁর গাড়িচালক গুরুতর আহত হন। এই ঘটনায় গাড়িটির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
মারাঠি সিনেমাজগতে বেশ জনপ্রিয় ঊর্মিলা। দুনিয়াদারি, শুভমঙ্গল সাবধান, তি সাধ্যা কায় কারতে-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। টেলিভিশন জগতেও পরিচিত মুখ তিনি। প্রায় ১২ বছর ফের ছোটপর্দায় অভিনয় করতে ফিরেছেন ঊর্মিলা। তাঁর স্বামী আদ্দিনাথ কোঠারি অভিনেতা এবং পরিচালক। তিনি এই দুর্ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
