আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় চোখ পড়লেই, কত কী যে সামনে আসে। তারমধ্যে থাকে হৃদয় বিদারক কাহিনী। থাকে মনভাল করা ঘটনা। তবে এই যুবকের কাণ্ড কারখানা দেখে চক্ষু চড়কগাছ সকলের। কেউ কেউ হেসে লুটিয়েও পড়ছেন।


ঠিক কী ঘটেছে? যার জন্য এত আকর্ষণ। আচমকা সোস্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিও নজর কেড়েছে সবার। কী রয়েছে তাতে? দেখা যাচ্ছে ঘটনাস্থল বিমানবন্দর। বিমানবন্দরে যে বোর্ডিং পাস দেখাতে হয় সেকথা কে না জানেন!  আর যত চর্চা এই বোর্ডিং পাস নিয়েই।


কর্মরত অফিসার বোর্ডিং পাস চাইতেই। যুবক হাতে ধরিয়ে দিয়েছেন ইয়া বড় এক কাগজ। বিশাল বড় এক কাগজেই প্রিন্ট করা হয়েছে তাঁর নির্দিষ্ট বোর্ডিং পাসটি। কত বড়? হিসেব বলছে স্ট্যান্ডার্ড সাইজের এ ফোর পেপার যতটা বড় হয়, অন্তত তার থেকে তিনগুণ বড় ওই যুবকের বোর্ডিং পাসের কাগজ। সিআইএসএফ কর্মী নিজেও হকচকিয়ে যান দেখার সময়। সবকিছু মিলিয়ে দেখতেই তাঁর নাজেহাল অবস্থা।

ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মজা করছেন নেটিজেনরা।  কেউ কেউ বলছেন, এই কারণেই বন্ধুদের কখনও বোর্ডিং পাস প্রিন্ট করাতে দিতে নেই।  কেউ কেউ আবার বলছেন, যুবকের বন্ধুরা  সব প্রিন্ট ইঞ্জিনিয়ার কিংবা কাজ করেন প্রিন্টিং প্রেসে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হয় ৩০ ডিসেম্বর।গত কয়েকদিনে ওই ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ মনে করছেন, সম্ভবত এটাই দুনিয়ার সবথেকে বড় বোর্ডিং পাস।