আজকাল ওয়েবডেস্ক: দিল্লি আবগারি মামলা থেকে সদ্য জামিন পেয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। শনিবার সকালেই তিনি ছুটলেন রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে। এর আগে তিনি হনুমান মন্দিরে পুজো দেন। তাঁর সঙ্গে এদিন ছিলেন আপের সমর্থকরা। ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং, আতিশী এবং সৌরভ ভরদ্বাজ।


প্রসঙ্গত, গতকালই সুপ্রিম কোর্ট সিসোদিয়াকে জামিন দিয়েছে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় টানা ১৭ মাস ধরে তিনি তিহার জেলে বন্দি ছিলেন। এদিন মন্দির পরিদর্শনের পর তিনি বলেন, হনুমান দিল্লির সকল মানুষকে আশীর্বাদ করেছেন। তিনি আশাবাদী ভগবান হনুমানের আশীর্বাদে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও দ্রুত জেল থেকে ছাড়া পাবেন। মনীষ সিসোদিয়া এরপর আপের হেডকোয়ার্টার দীনদয়াল মার্গে যান। সেখানে গিয়ে তিনি দলের অন্য নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন।


জামিন মেলার পর সিসোদিয়া জানান, তিনি জামিন পেয়েছেন সংবিধানের জোরে। তার জামিন আগামীদিনে কেজরিওয়ালের জামিনের একটি দিক। প্রসঙ্গত, গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিবিআই দিল্লি আবগারি মামলায় মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি তিহার জেলেই ছিলেন। আদালতে বহুবার আবেদন করার পরও তিনি জামিন পাননি। তবে এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছ থেকে জামিন পেয়ে স্বস্তিতে দিল্লির উপ মুখ্যমন্ত্রী।