আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের কামজং জেলার দুটি কুকি অধ্যুষিত গ্রামে আজ (২৩ এপ্রিল) সকালে অজ্ঞাত দুষ্কৃতীদের হাতে একাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গাম্পাল ও হাইয়াং নামের দুই গ্রামে, যেগুলি মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত। অধিকাংশ গ্রামবাসী তখন মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন।
জেলা প্রশাসন তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেঙ্গল নিউ সার্ভিসেস কোড (BNSS)-এর ১৬৩ ধারা অনুযায়ী গ্রাম দুটিতে ১৪৪ ধারা জারি করেছে। জেলা ম্যাজিস্ট্রেট রাংনামেই রাং পিটার আদেশ জারি করে জানান, যে কোনও ধরনের জনসমাগম, বাইরে বের হওয়া এবং আইনশৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কুকি ইনপি মণিপুর এবং কুকি স্টুডেন্টস’ অর্গানাইজেশন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে। তারা বলেছেন, “এই বর্বরোচিত হামলা নিরীহ কুকি জনগণের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে এবং এই অঞ্চলের নাজুক শান্তি ও স্থিতিশীলতাকে ফের বিপন্ন করেছে।”
বিবৃতিতে তারা আরও দাবি জানিয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে নিরপেক্ষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি-জো (জোমি-কুকি-মিজো) সম্প্রদায় এবং সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের মধ্যে জমি অধিকারের প্রশ্নে একাধিক হিংসাত্মক সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাঁদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন।
এই নতুন ঘটনাটি আবারও মণিপুরের সংবেদনশীল পরিস্থিতিকে স্পর্শ করেছে এবং জাতিগত বিভাজনের বিপজ্জনক দিকটি সামনে এনেছে।
