আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর কাল্লপুরিচিতে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫। জেলাশাসক এম এস প্রশান্ত জানিয়েছেন, বিষমদকাণ্ডে ১৯৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৪০ জন আপাতত বিপন্মুক্ত। যদিও কয়েকজন এখনও ভেন্টিলেশনে রয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আগেই গ্রেপ্তার হয়েছে ৭ জন। শনিবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তিরুচিরাপল্লি জেলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় আড়াইশো লিটার অবৈধ মদ। এখনও চলছে তল্লাশি অভিযান।
বিষমদকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিন জানিয়েছেন, সরকার এই ঘটনায় অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের সম্পূর্ণ শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করবে। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
বিষমদকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিন জানিয়েছেন, সরকার এই ঘটনায় অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের সম্পূর্ণ শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করবে। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
