আজকাল ওয়েবডেস্ক: ইতালিতে এক পাঞ্জাবি যুবকের রহস্যমৃত্যু। এই মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি চরম চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহে ২৪ বছর বয়সী টুইঙ্কল রণধাওয়ার মৃত্যুর খবর আসার পর থেকেই শোকস্তব্ধ তাঁর পরিবার। এদিকে পুরো ঘটনার সঠিক তদন্ত এবং ছেলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, উজ্জ্বল ভবিষ্যতের আশায় মাত্র চার মাস আগে ইতালিতে গিয়েছিলেন যুবক টুইঙ্কল। এর আগে এক বছর দুবাইয়েও ছিলেন তিনি। পাঞ্জাবে তাঁর বাবা পেশায় একজন গাড়িচালক। আর্থিক অবস্থা ভালো না হওয়া সত্ত্বেও চড়া সুদে ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন তাঁর বাবা-মা।

টুইঙ্কলের খোঁজ না পেয়ে ইতালিতে তাঁর সঙ্গীদের ফোন করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু অভিযোগ, তাঁর রুমমেটরা একেক সময় একেক রকম কথা বলছিলেন। টুইঙ্কলের এক আত্মীয় জানান, "কখনও বলা হচ্ছিল ও ঘুম থেকে ওঠেনি, কখনও বলা হয় পুলিশ ওকে নিয়ে গিয়েছে। আবার কখনও বলা হয়েছে, ও অজ্ঞান হয়ে যাওয়ায় ওকে লেবুর জল খাইয়ে শুইয়ে রাখা হয়েছিল।" বন্ধুদের এই অসংলগ্ন কথাতেই দানা বাঁধে রহস্য।

টুইঙ্কলের বাবা জাগির সিং জানান, মৃত্যুর দু’দিন আগেও ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখন তাঁকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছিল। এরপর কয়েক দিন যোগাযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমেই বাড়ে। পরে জানানো হয়, তাঁর ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিন্তু সেই দাবি মানতে নারাজ পরিবার।

ছেলের সঙ্গে শেষ মুহূর্তের স্মৃতি আঁকড়ে কাঁদছেন মা বলজিৎ কউর। তিনি বলেন, "ছেলে বলেছিল ওখানে গুছিয়ে নিয়ে দু’বছর পর আমাকে নিয়ে যাবে। এখন সব শেষ হয়ে গেল। আমি শুধু সরকারের কাছে অনুরোধ করছি, আমার ছেলের দেহটা যেন অন্তত ফিরিয়ে আনা হয়।" পরিবার সূত্রে খবর, পাঞ্জাবি রীতি মেনে ছেলের শেষকৃত্য করতে চায় পরিবার। এখন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।