আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে তাঁর বাবার সামনেই কুপিয়ে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব পশ্চিম খাসি পাহাড়ের পাইন্ডেনগুমিয়ং এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তরুণী এবং অভিযুক্তের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত সম্পর্ক ছিল।

জানা গিয়েছে, ২৪ বছর বয়সী ওই তরুণীর নাম ফিরনাইলিন খারসিন্টিউ। অভিযুক্তের নাম রবার্তো মার্ঙ্গার। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টার সময় পাইন্ডেনগুমিয়ং এলাকায় একটি পার্কিং লটের সামনে বাবার সঙ্গে হাঁটছিলেন ওই তরুণী। সেই সময় আচমকাই তাঁর উপর হামলা করেন রবার্তো। ঘটনাস্থলে উপস্থিত সকলে রবার্তোকে পাকড়াও করে ফেলেন। ফিরনাইলিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। রবার্তোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী পুলিশ না আসা পর্যন্ত মার্ঙ্গারকে আটকে রাখতে সাহায্য করেছিলেন। তিনি সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “রবার্তো পিছন থেকে এসে ফিরনাইলিনকে লাথি মারে...যখন সে মাটিতে পড়ে যায়, তখনও তাঁকে লাথি মারতে থাকে রবার্তো। প্রতিরোধ করার সময় পায়নি ফিরনাইলিন। তাঁর ঘাড় থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সম্ভবত রবার্তো তাঁর গলা কেটে দিয়েছিল।” 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কী উদ্দেশে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, ফিরনাইলিন কিছুদিন আগেই রবার্তোর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন।