আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ব্যস্ততার যুগে প্রয়োজনীয় জিনিস পত্র, জামাকাপড় এমনকি সবজি কিনতেও বাজারে যেতে হয় না। গত কয়েকবছর ধরেই একগুচ্ছ অ্যাপ এই কাজ করে আসছে। তাতে গ্রাহক ঘরে বসে অর্ডার দিলেই পৌঁছে যায় বিশেষ দ্রব্য। আবার অনেক সময় সেসব ক্যানসেলও করা যায় সিদ্ধান্ত বদল হলে। 

 

এরকমই প্রেসার কুকার অর্ডার দেওয়ার পর, তা ক্যানসেল করেছিলেন গ্রাহক। সালটা ২০২২। কিন্তু ২০২৪ -এ আচমকা ক্যানসেল করা সেই প্রেসার কুকার নাকি হাজির তাঁর দরজায়। সমাজমধ্যমে পোস্ট করেছেন তাজ্জব গ্রাহক।

 

ঠিক কী ঘটেছে? এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, তিনি আচমকাই যে অ্যাপে দু' বছর আগে প্রেসার কুকার অর্ডার করেছিলেন এবং ক্যানসেল করেছিলেন সেই অ্যাপ থেকে একটি প্রেসার কুকার পেয়েছেন। দু' বছর আগে বাতিল করে দেওয়া ওই অর্ডার নাকি হাজির তাঁর বাড়িতে। অথচ, অর্ডারটি বাতিল করার পর তিনি টাকাও ফিরে পেয়েছিলেন। 

জনিয়েছেন, ২০২২ সালের ১ অক্টোবর তিনি অর্ডার করেছিলেন এবং তারপরেই সেটি বাতিল করেন। আচমকা ২০২৪ সালের ২৮ আগস্ট ওই প্রেসার কুকার পৌঁছয় তাঁর ঠিকানায়।