আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকে বেকারিতে ঢুকে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে খুন করল সাতজনের একটি দল। সম্পত্তি নিয়ে বিবাদের কারণে ৩১ মে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নৃশংস এই ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চিনাপ্পা নারিনাল নামে ওই ব্যক্তি বেকারির ভিতর প্রাণ বাঁচতে চিৎকার করে ছুটে বেড়াচ্ছেন আর তাঁকে তাড়া করছে সাতজনের ওই গুণ্ডাদল। সিসিটিভি-তে দেখা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিকে আক্রমণকারী দলের দু'জন চাপাতি নিয়ে হামলা করে ও অন্য একজন কাঠের তক্তা দিয়ে মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাঁকে বেকারিতে ছুটে বেড়াতে দেখা যায়।
সেই সময়েই পিছনে পিছনে তাড়া করে বেড়াতে থাকেন আক্রমণকারীরা। বাগে পেলে চাপাতি দিয়ে শুরু হয় এলোপাথাড়ি আক্রমণ। চাপাতি হামলায় জড়িত ছিলেন ওই দলের দু'তিন জন। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের মধ্যে রবি, প্রদীপ, মঞ্জুনাথ, নাগরাজ, গৌতম এবং প্রমোদ রয়েছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে পুরনো শত্রুতা এবং সম্পত্তির বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
পরিস্থিতি পর্যালোচনা করতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভয়াবহ এই ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করা হয়েছে।
