আজকাল ওয়েবডেস্ক: বোরখা না পরার 'শাস্তি'। গুলি করে ঝাঁঝরা করে দিলেন স্ত্রী ও সন্তানদের। বাড়িতেই পুঁতে রাখলেন তিনটি দেহ। অবশেষে মাটি খুঁড়ে দেহ তিনটি উদ্ধার করল পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। পুলিশ জানিয়েছে, স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। খুনের পর তিনটি দেহ বাড়ির মধ্যে মাটি খুঁড়ে পুঁতে দেন তিনি। কারণ? স্ত্রী ও দুই কন্যাসন্তান বোরখা পরেননি। 

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন, ৩৫ বছরের তাহিরা, তাঁর মেয়েরা ১৪ বছরের শারীন ও ছ'বছরের নাবালিকা। গত এক সপ্তাহ ধরেই তিন খোঁজ পাওয়া যাচ্ছিল না।‌ফারুকের হাবভাবেও অসংগতি লক্ষ করা যায়। এরপরই গ্রামের প্রধান পুলিশে খবর দেন‌। তিনজনের নিখোঁজ ডায়েরি করেই তদন্ত শুরু করে পুলিশ। ফারুককেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা।

দীর্ঘ জেরার পর অবশেষে স্ত্রী ও দুই মেয়েকে খুনের কথা স্বীকার করেন ফারুক। তিনি জানিয়েছেন, বন্দুকের গুলি দিয়ে তিনজনের দেহ ঝাঁঝরা করে দিয়েছিলেন তিনি। এরপর তিনটি দেহ বাড়ির মধ্যেই পুঁতে দেন। ঘটনাস্থল থেকে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

ফারুক জানিয়েছেন, কয়েক মাস আগে তাহিরা কিছু টাকা চেয়েছিলেন। বাইরে কাজের জন্য। সেই টাকা দিতে তিনি অস্বীকার করায়, বচসা শুরু হয়। রাগের মাথায় বাবার বাড়িতে চলে যান তাহিরা। ভুলবশত বোরখা পরে বাইরে যেতে ভুলে যান। এক মাস আগেই তাহিরা ও মেয়েদের রাগ ভাঙিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন তিনি। বাড়িতে এনেই নৃশংসভাবে খুন করেন তিনি। 

চলতি মাসের শুরুতেই আরেকটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। নিত্যদিনের অশান্তিতে জেরবার। তুমুল দাম্পত্য কলহের জেরেই চরম পদক্ষেপ করেন এক তরুণ। স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে শেষ করে দেন গোটা পরিবার! দুই সন্তানকে খুন করে, আত্মঘাতী হন তরুণ। মৃত সন্তানদের বয়স পাঁচ ও তিন বছর। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করেন বাবা। এরপর সেই বিষপান করেই আত্মঘাতী হন ওই ব্যক্তি। স্ত্রীর সঙ্গে তুমুল বচসার পরেই সন্তানদের খুন ও আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছেন তিনি। 

পুলিশ আরও জানিয়েছে, ২৮ বছর বয়সি বাবুরাম তাঁর পাঁচ বছরের নাবালক ছেলে ও তিন বছরের শিশুকন্যাকে খুন করেন। মুবারকপুর খদর গ্রামের কাছে এক জঙ্গলে সন্তানদের নিয়ে গিয়ে বিষ খাইয়ে দেন তিনি। এরপর আত্মঘাতী হন ওই তরুণ। তিনজনকেই গ্রামবাসীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি দাম্পত্য কলহের জেরেই ঘটেছে বলে অনুমান। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই স্ত্রীর সঙ্গে বাবুরামের তুমুল অশান্তি চলছিল। গতকাল রাতে হাসপাতাল থেকে পুলিশের কাছে খবর পৌঁছয়। মৃত তরুণের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি তারা।