আজকাল ওয়েবডেস্ক: তিন নাবালক সন্তানকে শ্বাসরোধ করে নিজে আত্মঘাতী বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রবিবার কাকভোরে ঝাড়খণ্ডের গিরিডি জেলার পিরতান্ড থানা এলাকার মহেশলিটি গ্রামে। পুলিশ জানিয়েছে, মেয়ে আফরিন পারভীন (১২), জাইবা নাজ (৮) এবং ছেলে সাফাউল আনসারি (৬)-কে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন ৩৬ বছর বয়সী সানাউল আনসারি।
রমজান মাসে সেহরি (ভোরের খাবার) চলাকালীন সানাউলের বাড়িতে ভোররাতে কোনও আওয়াজ না পেয়ে প্রতিবেশীদের কৌতূহল বেড়েছিল। এরপরই বাড়ির দরজায় প্রতিবেশীদের কয়েকজন টোকা মারতেই তা খুলে যায়। পরক্ষণেই ভয়াবহ দৃশ্য দেখেন তারা। সানাউলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। মাটিতে পড়েছিল তিন সন্তানের মৃতদেহ।
খবর পেয়ে খোখারা থানার স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। ছিলেন ডুমরি সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সুমিত প্রসাদ। পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য গিরিডি সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, সানাউল তাঁর তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, সানাউল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং বাড়িতে একটি ছোট রেশন ও কাপড়ের দোকানও চালাতেন।
ঘটনার সময় সানাউলের স্ত্রী উপস্থিত ছিলেন না। তিনি জামধা গ্রামে তাঁর বাপের বাড়ি গিয়েছিলেন।এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর তিনি মহেশলিটিতে ফিরে আসেন।
এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং আত্মহত্যার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। এসডিপিও সুমিত প্রসাদ বলেন, "আমরা সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখে তদন্ত করছি এবং এই ঘটনার কারণ জানতে সানাউলের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করব।"
