আজকাল ওয়েবডেস্ক: ফোনে কথা বলতে গেলে অনেকেই ইয়ারফোন ব্যবহার করেন। এবার সেই ফোন ব্যবহার করার অপরাধে ২০০ ডলার জরিমানা করা হল এক ব্যক্তিকে। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা ১৬ হাজারেরও বেশি। 

 

 

ঠিক কী ঘটেছিল? 
জানা গিয়েছে, ডেভিড নামে ওই পরিচিত ব্যক্তি অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। তিনি যখন তার বোনের সঙ্গে স্পিকারে কথা বলছিলেন তখনই ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি এসএনসিএফ এর একজন কর্মকর্তা তার কাছে আসেন। দিনটি ছিল ২ ফেব্রুয়ারি। ডেভিড জানিয়েছেন, তাঁকে এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, যদি লাউডস্পিকার বন্ধ না করি তাহলে ১৫০ ইউরো জরিমানা করা হবে। প্রথমে তিনি ভেবেছিলেন, এই সতর্কতাটি একটি রসিকতা, এরপর পরে কর্মকর্তারা এসে জরিমানা করে তিনি অবাক হয়ে গেলেন। 

 


তিনি জানান, প্রথমে ওই কর্মকর্তা ১৫০ ইউরো কিংবা প্রায় ১৩ হাজার টাকা এবং পরে টাকা না দেওয়ার ফলে ফি বাড়িয়ে ২০০ ইউরো করা হয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা। জানা গিয়েছে, ডেভিড শেষপর্যন্ত একজন আইনজীবীর সহায়তা নিয়েছেন। এর বিরুদ্ধে যুক্তিও উপস্থাপন করছেন। যেহেতু তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার বিষয়টি নিষ্পত্তি করেননি, তাই জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 


অনেক ব্যবহারকারী উল্লেখ করেছেন যে, পাবলিক প্লেসে ভিডিও দেখা বা কল করার জন্য হেডফোন ব্যবহার না করার জন্য। যখন একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করলেন, এইভাবে মানুষকে কেন বিচার করেন? তখন আরও একজন বলেন, হেডফোন নিয়ে শান্তঘরে অনেকেই টিকটক দেখেন। তা নিয়ে কারও কিছু বলা উচিতও না। এই কমেন্টে মোট ১৩ হাজারটি ভোট আপভোট হয়েছিল।
অন্য আরেকজন ব্যবহারকারী বলেছেন, কাউকে ফোনের কথোপকথন শুনতে বাধ্য করা উচিত নয়। এটি বিরক্তিকর এবং বিভ্রান্তিকর হতে পারে।