আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরদিনই প্রাক্তন প্রেমিকের জন্য স্বামীর সামনেই কান্নাকাটি করেছিলেন স্ত্রী। জানিয়ে দিয়েছিলেন, তিনি শুধুমাত্র তাঁকেই ভালবাসেন। অবশেষে প্রাক্তন প্রেমিকের সঙ্গেই স্ত্রীকে মিলিয়ে দিলেন এক যুবক। নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন তাঁরা। যুবকের কীর্তি দেখে রীতিমতো চমকে গেছেন গ্রামবাসীরা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। দু'বছর আগে রীতার সঙ্গে বিয়ে হয়েছিল অরবিন্দের। সরাই মহিউদ্দিনপুর গ্রামে একসঙ্গে থাকতেন তাঁরা। বিয়ের পর ফুলশয্যার রাতেই অরবিন্দ জানতে পারেন, তাঁদের বিয়ের আগে থেকে যশবন্ত নামের এক যুবকের সঙ্গে প্রেম ছিল রীতার। এমনকী বিয়ের পরেও সেই প্রেম ফিকে হয়নি। 

 

হঠাৎ একদিন শ্বশুরবাড়িতে কাউকে না জানিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন রীতা। এমনকী যশবন্তের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেন। রীতা সাফ জানিয়ে দেন, অরবিন্দের সঙ্গে তিনি আর সংসার করবেন না। দ্রুত বিয়ে ভাঙতে চান। রীতার সিদ্ধান্ত জেনে মানসিকভাবে ভেঙে পড়লেও, অশান্তি করেননি অরবিন্দ। হাসিমুখেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত মেনে নেন। 

 

এখানেই শেষ নয়। রীতা ও যশবন্তের বিয়ের আয়োজন করেন তিনি। ওই গ্রামেই দুর্গা মন্দিরে দু'জনকে নিয়ে যান। যেখানে গ্রামের স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। তদারকি করে রীতা ও যশবন্তের বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান সারেন অরবিন্দ। সিঁদুরদানের সময় রীতার পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। ভালবাসার এমন নজিরে হতবাক সকলে।