আজকাল ওয়েবডেস্ক: একেই মত্ত অবস্থা, সেই সময়ে সামলাতে গেলেন আস্ত কোবরা। আত তাতেই বিপত্তি। পরিণতি কী হল জানেন?
কোবরা সম্পর্কে ধারণা কমবেশি সকলের রয়েছে। বিষাক্ত প্রজাতির সাপ হিসেবে অন্যতম কোবরা। সেই কোবরাকে আচমকা সামলাতে গেলেন যুবক। ঠিক কী ঘটেছিল?
সমাজমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে কী দেখা গেল? দেখা গেল, মদের বোতল নিয়ে দিব্যি গাছতলায় বসেছিলেন যুবক। আচমকা তার সামনে কোবরা। তাতে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবেন যে কেউ। কিন্তু মত্ত যুবক কী করলেন? ভয়ের বদলে আচমকা কোবরাকে তুলে নিলেন। ভালবাসা দেখাতে শুরু করেন, যেন তাঁর গৃহপালিত। আবার অন্যকে ডেকে বলতেও শোনা যায়, কোবরা নাকি ছোবল মারবেই না।
ইতিমধ্যে কয়েক কোটি মানুষ সমাজমাধ্যমে ওই ভিডিও দেখেছেন। তাতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন সাপটিও অপেক্ষা করছে মদের জন্য। কেউ আবার লিখেছেন, ওই যুবক সাপটিকে দেখে ভয় পাচ্ছে না দেখে সাপটি নিজেই ভয় পেয়ে গেছে।
প্রায় একই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রেও। মত্ত অবস্থায় থাকা এক যুবক আচমকা খেলতে শুরু করেন কোবরার সঙ্গে। তারপরে? তারপর সোজা হাসপাতালে। জানা গিয়েছে, কোবরাকে বনে যাওয়ার থেকে ফিরিয়ে এনে মত্ত ওই যুবক খেলতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। তাতে কর্ণপাত করেননি যুবক। পরিণতি! ওই কবরা ছোবল বসায়। তারপর ওই স্থানীয় বাসিন্দারাই আবার তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যান যুবককে।
