আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল যুবক। পাঁচ বোতল মদ জল ছাড়াই খেয়ে ফেলল। ১০ হাজার টাকার লোভে। আর পরিণতি? মৃত্যু হল যুবকের।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কোলার জেলায়। কার্তিক নামে ২১ বছরের এক যুবক তাঁর বন্ধু ভেঙ্কট রেড্ডি, সুব্রমণি ও আরো তিন জনের সামনে দাবি করে বসে, পাঁচ বোতল মদ সে একাই খেয়ে নেবে। তাও আবার জল ছাড়া। এই কথা শুনেই বন্ধু ভেঙ্কট জানায়, এটা করতে পারলে ১০ হাজার টাকা দেওয়া হবে।
কার্তিক মদ তো খেয়ে ফেলেছিল। তারপর গুরুতর অসুস্থ হয়ে কোলার জেলার মুলবাগালের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানেই মারা যায় সে। প্রসঙ্গত, মাত্র এক বছর আগেই বিয়ে হয়েছিল কার্তিকের। সদ্য বাবা হয়েছে সে।
কার্তিকের মৃত্যুর পর ছয় বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়েছে। দুই বন্ধুকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি চলছে।
পরিসংখ্যান বলছে, প্রতি বছর গোটা বিশ্বে অন্তত ২ লক্ষ ৬০ হাজার মানুষ মদ্যপানের জেরে মারা যান। তারপরেও মদ খাওয়ার প্রবণতা কমছে না।
