আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পশ্চিবঙ্গের মালদহের এক যুবক। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ছুরি, পিস্তল এবং বেশ কিছু আপত্তিকর ছবিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধৃতের নাম শেখ আতাউল। মঙ্গলবার তাঁকে দিল্লির শাহিনবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে নয়ডা সেক্টর ৩৯ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওই থানাতেই। আতাউলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সমাজমাধ্যমে মিনিটখানেক দৈর্ঘ্যের একটি ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। সেখানেই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন। সাংবিধানিক পদে বসে রয়েছেন এমন এক নেতাকে খুনের হুমকি দেন। ভিডিওটিতে তিনি এমন অনেক কথাই বলেছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সমাজে হিংসা ছড়াতে পারে।
আতাউলকে গ্রেফতার করার সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ছুরি এবং আপত্তিকর কিছু ছবি পাওয়া গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, আতাউল এবং তাঁর পরিবার বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। এর পর থেকে তাঁরা মালদহেই বসবাস করছিলেন।
গত নভেম্বর মাসে খুনের হুমকি দেওয়া হয়েছিল আদিত্যনাথকে। সেই হুমকির ঘটনায় ফাতিমা খান নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও বেশ কিছু খুনের হুমকি পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
