আজকাল ওয়েবডেস্ক: দাদা না ভাই, কে করবেন বাবার দেহ সৎকার? তাই নিয়ে শুরু ঝামেলা। অশান্তি এমন পর্যায়ে পৌঁছয়, শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এদিকে মৃত ব্যক্তির বড়ছেলের দাবি, বাবার দেহ অর্ধেক করে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হোক। তাহলেই অশান্তির অবসান। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকামগড়ে। পুলিশ সূত্রে খবর, রবিবার লিধোরাতাল গ্রামে ৮৪ বছর বয়সি ধ্যানী সিং ঘোষ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। বয়সজনিত কারণেই দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। শেষজীবনে ছোটছেলের কাছে থাকতেন। তাঁর বড়ছেলে পরিবার নিয়ে অন্যত্র থাকতেন। বাবার মৃত্যুর খবর পেয়েই বড়ছেলে ছুটে আসেন গ্রামে। 

বাড়িতে পৌঁছেই বড়ছেলে দাবি করেন, তিনি বড় সন্তান বলেই বাবার দেহ সৎকারের অধিকার তাঁর রয়েছে। অন্যদিকে তাঁর ভাই দাবি করেন, বাবার শেষ ইচ্ছে ছিল তাঁর সৎকার থেকে শ্রাদ্ধের আয়োজন যেন ছোটছেলেই করেন। বাবার দেহ সৎকার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। 

তুমুল অশান্তির মধ্যে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গেছে, শেষমেশ বৃদ্ধের দেহ সৎকার করেন তাঁর ছোটছেলে। শেষ শ্রদ্ধা জানিয়ে গ্রাম থেকে বেরিয়ে যান বড়ছেলে।