আজকাল ওয়েবডেস্ক: ভারতের মতো বিচিত্র দেশে এমন বহু ঘটনা হয়ে থাকে যেগুলি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না। তেমনই একটি দৃশ্য ফের একবার সকলকে নাড়িয়ে দিল।
 
 সিনেমার পর্দায় আমরা বহুবার বহু বাহুবলী হিরোকে বাইক নিজেদের হাতে তুলে নিতে বা ঘাড়ে তুলে নিয়ে যেতে দেখেছি। সেখানে নানা ধরণের কায়দা করে দৃশ্যটি করা হয়ে থাকে। তবে এবার যেন বাস্তবের বাহুবলীকে দেখল গোটা সমাজমাধ্যম।
 
 ভারতীয় রেল বহুদিন ধরেই সকলকে বলে আসে যে তারা যেন রেলগেট পড়ে যাওয়ার পর সেখান দিয়ে আর না যাতায়াত করেন। সেখানে সাধারণ মানুষের জীবনহানির ঘটনা ঘটতে পারে। তবে এই বাহুবলী সেই নির্দেশিকাকে ডোন্ট কেয়ার মনোভাবেই উড়িয়ে দিলেন। রেলগেট ফেলা রয়েছে দেখে তিনি নিজের বাইক অতি সহজেই ঘাড়ে তুলে নিলেন। এখানেই শেষ নয়, সেটিকে নিয়েই রেল লাইন পার করতে শুরু করে দিলেন।
A guy Lifted his bike on his shoulders to Cross the Railway barrier: pic.twitter.com/ki4dx5BmZZ
— Ghar Ke Kalesh (@gharkekalesh)Tweet by @gharkekalesh
 
 এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি সামাজিক মাধ্যমে এই ভিডিওটি দেখা গিয়েছে। ভিডিওটি দেখামাত্র ৩ লক্ষ ভিউ হয়েছে। এরপর নানা মহল থেকে মন্তব্যের তির এসেছে। 
 
 একজন লিখেছেন, জন আব্রাহাম এই লোকেশনটি জানতে চান। তিনি হয়তো এই ব্যক্তির সঙ্গে দেখা করতে চান। অন্যজন লিখেছেন, এবিষয়ে চিন্তা করার কিছুই নেই। নতুন সুপারহিরো পেলাম আমরা। একজন লিখেছেন, তুমি বাইক কেন গাড়ি কাঁধে করে নিয়ে যাও, তাহলেও ট্রেন থামবে না। জনতার মন জয় করা সহজ কিন্তু ট্রেনকে নয়। অন্যজন লিখেছেন, সময়ের দাম দিয়েছেন তিনি তবে জীবনের দাম দেননি। 
 
 ভারতে এই ধরণের ভিডিও প্রথম নয়। এর আগেও ২০২২ সালে এমন একটি ভিডিও সামনে এসেছে। সেখানেও এক ব্যক্তি বাইক ঘাড়ে করে একটি বাসের সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এই ধরণের ঘটনায় প্রাণহানির আশঙ্কা থাকে। খবরে আসতে গিয়ে নিজেরাই খবর হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তাই এই ভিডিও দেখে সেগুলি নকল না করাই ভাল। 
