আজকাল ওয়েবডেস্ক: বিয়ের ফাঁদে ফেলে একাই প্রতারণার ফাঁদে ফেলেছেন অন্তত ৫০০ জনকে। বিবাহ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছত্তিশগড়ের বিলাসপুরের যুবককে গ্রেপ্তার করল ভোপালের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। অভিযোগ একাই ছ’টি ভুয়ো ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট পরিচালনা করতেন তিনি। ভুয়ো সাইটের মাধ্যমে দেশজুড়ে প্রায় ৫০০ জনকে ফাঁসিয়েছেন। জানা গিয়েছে, হরিশ ভারদ্বাজ নামে অভিযুক্ত ওই যুবক দ্বাদশ শ্রেণী পাশ করে ইন্ডিয়ান রয়্যাল ম্যাট্রিমনি, সার্চ রিশ্তে, ড্রিম পার্টনার ইন্ডিয়া, সাত ফেরা ম্যাট্রিমনি, সঙ্গম বিবাহ, এবং মাই শাদি প্ল্যানার নামে ছ’টি ভুয়ো ম্যাট্রিমনিয়াল সাইট খুলেছিলেন। পাশাপাশি, আলিগড়, বারাণসী এবং বিলাসপুরে কল সেন্টার খুলেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে বিজ্ঞাপন দিয়ে প্রচারিত হত ওই ম্যাট্রিমনিয়াল সাইট। ইন্টারনেট থেকে ডাউনলোড করা মহিলাদের ছবি ব্যবহার করে লোভনীয় প্রোফাইল তৈরি করা হত। বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিতরা এসব সাইটের ফাঁদে পা দিতেন। একবার ফাঁদে পা দেওয়ার পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হত ব্যক্তিদের। সেখানে কল সেন্টারের কর্মীরা, যার বেশিরভাগই মহিলা তাঁরা ভুয়ো প্রোফাইল এবং জীবনী শেয়ার করতেন। এরপর ভুক্তভোগীদের থেকে বিবাহ সংক্রান্ত খরচের নামে অর্থ আদায় করা হত, যার মধ্যে আইনজীবীর ফি, হোটেল বুকিং, মঙ্গলসূত্রের মতো গয়না এবং অন্যান্য অনুষ্ঠানের খরচ অন্তর্ভুক্ত ছিল। অভিযুক্ত পুরো ব্যাপারটাই পরিচালনা করতেন বিলাসপুর থেকে।
৮,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে বেতন দিয়ে কল সেন্টারের কর্মীদের রেখেছিলেন। তাঁরা নিজেদের পাত্রী হিসেবে পরিচয় দিতেন এবং ভুক্তভোগীদের থেকে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আদায় করা হত। ধরা পড়া থেকে এড়িয়ে যেতে মাঝেমধ্যে কিছু অর্থ ফেরত দেওয়া হত। এই পরিস্থিতিতেই ভোপালের ৪৭ বছর বয়সী এক ব্যক্তি সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সঙ্গম বিবাহ নামে এই ম্যাট্রিমনি ওয়েবসাইট থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা খুইয়েছেন তিনি। তদন্তে উঠে আসে এই চক্রের সঙ্গে যুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই সূত্রেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। অভিযুক্তের থেকে দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
